ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

কুমিল্লার মুরাদনগরে গোমতী ব্রিজের ওপর জনসম্মুখে তানজিনা (১৯) নামে এক গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা করেছে তার স্বামী কুদ্দুস রুবেল (৩২)।

মোহাম্মদ সাইফুল ইসলাম
ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

মোহাম্মদ সাইফুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি


কুমিল্লার মুরাদনগরে গোমতী ব্রিজের ওপর জনসম্মুখে তানজিনা (১৯) নামে এক গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা করেছে তার স্বামী কুদ্দুস রুবেল (৩২)।২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোমতী ব্রিজের দক্ষিণ পাড়ে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।
নিহত তানজিনা আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক কুদ্দুস রুবেল একই উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। বিয়ের পর রুবেলের আগের বিয়ের খবর জানাজানি হলে সংসারে কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, ২ লক্ষ টাকা যৌতুক নেওয়ার পরও আরও ৪ লক্ষ টাকার দাবিতে তানজিনার ওপর শারীরিক নির্যাতন চালাত রুবেল। এমনকি গত ২১ ডিসেম্বর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছিল।
২৩ ডিসেম্বর দুপুরে তানজিনা বাবার বাড়ি যাওয়ার পথে গোমতী ব্রিজে যানজটের মধ্যে রুবেল তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।