মনোনয়নপত্র জমা দিয়েছে কুমিল্লা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
মুরাদনগর প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ।
২৯ ডিসেম্বর সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা করেন তিনি।
সোমবার সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্রটি জমা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম,সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করীম,যুব সভাপতি এম এম শুয়ায়েব হুসাইন, ছাত্র সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

